অভিযাত্রিকের ২৩১৯ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর।।
জানুয়ারি ৫ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২৩১৯ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম- এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আসরে রায়হান আহমেদ রিমনের প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন, মাহমুদ ইলাহী মন্ডল, বিমলেন্দু রায়,জাহিদ হোসেন, মনজিল মুরাদ লাভলু, তাপস মাহমুদ, ময়নুল ইসলাম, রায়হান আহমেদ রিমন, সুফী জাহিদ হোসেন, জাহিদ হাসান মামুন, মোস্তাফিজার রহমান, সালমা হোসেন পপি, নাহিদা ইয়াসমিন, রোমানুর রহমান রোমান, মাসুদ বশীর অনিন্দ্য আউয়াল, মোশরেফা প্রধান কাকলী, ফারহান ফেরদৌস, নওশিন আনজুম প্রমুখ।আসরে সঙ্গীত পরিবেশন করেন সুফী জাহিদ হোসেন। পঠিত লেখা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন, অভিযাত্রিক যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।