আঁখি জলে ভাষায়
মুহাঃ মোশাররফ হোসেন
আল্লাহ আমারে রেখেছিলো
এজীবনে অনেক ভালো,
তাইতো সবাইকে নিয়ে
অনন্দে জ্বালাইতাম আলো।
কেমন যেনো হয়ে গেলো এলোমেলো
আচমকা এক দমকা হাওয়াই,
উচ্চ বিলাসিতা দেখিয়ে
ভবিষ্যৎ যাচ্ছে যে গোল্লাই।
কিছু স্বপ্ন থাকে মনে
যা বাস্তবে নাহি মিলে,
কর্ম ফলে হারাচ্ছে ভবিষ্যৎ
সবই হচ্ছে শেষ তিলে তিলে।
মনে ছিল কত যে আশা
নিজের মত করে গড়তে,
সব আশা গেলো যে ভেসতে
পারিনি কিছুই করতে।
হায়রে! বলার ভাষা নাই
শুধু আঁখি জলে ভাষায়,
সকল আশা হারিয়ে গেলো
অলসতা আর উচ্চ বিলাসিতায়।