ইসলামী আন্দোলন খুলনা সোনাডাঙ্গা থানার সদস্য সংগ্রহের কর্মসূচি উদ্বোধন
শেখ নাসির উদ্দীন, খুলনাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ, মানুষ ও ইসলামের যে কী দূরাবস্থা তা বিগত সময়ে দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠার কল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে বুঝাতে হবে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আয়োজিত দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সোনাডাঙ্গা থানার সদস্য সংগ্রহের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সন্ত্রাস মুক্ত, দখলবাজ, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশপ যোগ দেয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ কবির হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু গালিব, থানা সহ-সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, মোঃ নুরুজ্জামান বাবুল, মুফতি দেলোয়ার হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ মোস্তফা জামান, মোঃ আব্দুল মোতালেব, মোঃ আবু হানিফ, মোঃ আব্দুস সালাম সরদা, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ আব্দুর রহিম, মোঃ আবুল বাশার বাদশা, মোঃ মেহেদী হাসান গিয়াস, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাশরাফি মুর্তজা সহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে একযোগে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে। সারাদেশে সাধারণ মানুষ, আইনজীবী, শ্রমজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ পীর সাহেব চরমোনাই’র আপোসহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পুরণ করে সদস্য হচ্ছেন।