ইসলামী আন্দোলন খুলনা সোনাডাঙ্গা থানার গণ-সমাবেশ ২৭ সেপ্টেম্বর
শেখ নাসির উদ্দিন, খুলনা: ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ সমাবেশে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাওয়ার হাউজ মোড়স্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ কবির হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন দলের নগর জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, থানা সহ-সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, আলহাজ্ব মারুফ রহমান, আলহাজ্ব ডাক্তার সেলিম, মোঃ ইব্রাহিম খান, মোঃ আলাউদ্দিন সরদার, মুফতি দেলোয়ার হোসেন, হাফেজ মোল্লা মিরাজুল ইসলাম, মাওঃ সোহরাব হোসেন, মাওলানা ইকবাল মাহমুদ, মোঃ আবু হানিফ, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ মোস্তফা জামান, মোঃ আবু হানিফ, আব্দুস সালাম, আলহাজ্ব আকবর আলী পাঠান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাহজাহান পাটোয়ারী, মোহাম্মদ ফিরোজ লস্কর, মোঃ আবু হানিফ ঘরামী, মোঃ শাহজাহান, ডাক্তার আয়নাল মোল্লা, মোঃ শাহিন, মো: আবু হানিফ ভান্ডারী, এইচ এম আরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, যুব আন্দোলনের মোহাম্মদ নাজমুল ইসলাম, মোঃ আল আমিন সাইফি, মো: ইমাম গাজী, মোঃ ইউসুফ গাজী, মোহাম্মদ আয়নাল প্রমুখ।
সভায় আগামী ২৭ শে সেপ্টেম্বর শুক্রবার নগরীর বায়তুন নূর মসজিদ চত্বরে বিশাল গণ সমাবেশ সকলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।