ইসলামী শ্রমিক আন্দোলন ১৪ নং ওয়ার্ডের পরিচিতি সভা ও ওয়ার্ড কার্যালয় উদ্বোধন
শেখ নাসির উদ্দিন, খুলনাঃ আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বৈকালী আবজালের মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ১৪ নম্বর ওয়ার্ডের পরিচিতি সভা ও ওয়ার্ড কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান ওয়ার্ড সভাপতি রানা কুরাইশির সভাপতি কে ও সেক্রেটারি মোহাম্মদ রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খান, এইচ এম আরিফুর রহমান, খালিশপুর থানা সভাপতি মৌলভী আল আমিন, সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক পলাশ শিকদার, ইসলামী আন্দোলন ১৪ নম্বর ওয়ার্ড সহ সভাপতি আব্দুল মালেক, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মোঃ আমিনুর ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন ১৪ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, জয়েন্ট সেক্রেটারি জালাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন খান, প্রচার সম্পাদক মোঃ শামীম, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ, অর্থ সম্পাদক মোঃ সুলতান হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক মোহাম্মদ হৃদয়, বস্ত্র ও গার্মেন্টস সম্পাদক মোহাম্মদ রিপন, নির্মাণ শ্রমিক সম্পাদক মোহাম্মদ রাসেল, দোকান ও প্রতিষ্ঠান সম্পাদক মোঃ শাকিল, হোটেল রেস্তোরা সম্পাদক মোহাম্মদ বাদল, হকার ও ভ্রাম্যমান সম্পাদক মোহাম্মদ বোরহান, সিএনজি ও হালকা যান সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, রিকশা, ভ্যান, অটো সম্পাদক মোঃ সোনা সরদার, নারী শ্রমিক অধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সদস্য মোহাম্মদ রতন, মোঃ একরাম হোসেন, মোহাম্মদ মতিউর, মোহাম্মদ আকরাম হোসেন, মোঃ কালাচান।
সভায় প্রধান অতিথি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া কখনোই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব নয়, তিনি অবিলম্বে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করার আহ্বান জানান।