সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
Blog, আন্তর্জাতিক, ইসলাম ও জীবন, চিত্র বিচিত্র, দৃষ্টিপাত, প্রচ্ছদ, বিনোদন, বিশেষ প্রতিবেদন, স্বজন সমাবেশ
কবিতাঃ-কোরআনের আইন
কবিতাঃ-কুরআনের আইন-কবি- মুহাঃ মোশাররফ হোসেন
মুহাম্মদ মোশাররফ হোসেন
- আপডেট সময় : ০৫:৪৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
কুরআনের আইন
মুহাঃ মোশাররফ হোসেন
কোন একদিন এদেশে
কুরআনের আইনে চলবে,
সেই আইন পেয়ে সবাই
দুঃখ বেদনা ভুলে যাবে।
থাকবেনা ভিদাভেদ
অন্যায় জুলুম অবিচার,
অনাচার আর দুর্নিতী
সব মুছে যাবে একাকার।
রমণীরা একাকিনী চলবে পথে
কেউ কটুকথা আর বলবেনা,
সম্পদের মোহে পড়ে কেউ
খুন আর রাহাজানি করবেনা।
সেই দিন আর নই দূরে
সামান্য চেষ্টাতেই হয়ত মিলবে,
ভেদাভেদ সব দাও ছুড়ে
তবেই একদিন শান্তি ফিরবে।
দুনিয়ার মোহ ত্যাগ করে
আয় তোরা ছুটে আয় ইসলামী দলে,
এসো নওজোয়ান, হও আগুয়ান
ঘরের শান্তি ফিরে আসবে বলে।