ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৮:০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন কর ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. আশরাফুল, মামুন ও রাব্বি।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে খুলনা মহানগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮ টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার চলমান কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯ টার দিকে তাদেরকে (ব্রডডেড) মৃত ঘোষণা করেন। বর্তমানে ৩ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে। নির্মাণাধীন ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ।
খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে শ্রমিকরা নির্মাণ কাজ করছিল বলে শুনেছি। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।