খুলনায় সাদপন্থী
খুলনায় সাদপন্থী সন্ত্রাসীদের নিষিদ্ধের দাবিতে গণজমায়েত ও স্মারকলিপি প্রদান
শেখ নাসির উদ্দীন, খুলনাঃ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় খুলনা শহীদ হাদিস পার্কে সন্ত্রাসীদের নিষিদ্ধের দাবিতে খুলনার ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। গণজমায়েত মাওলানা মোস্তাক আহমাদ এর সভাপতিত্বে ও মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী মোহাম্মদ তারেক, মুফতী গোলামুর রহমান, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা মোশতাক আহমাদ, মাওলানা আসাদুল্লাহ, মুফতী আব্দুল হাই, মুফতী মাহমুদ হাসান, মুফতী জিহাদুল ইসলাম, মুফতী আব্দুল কাইয়ুম জমাদ্দার, মাওলানা শরিফ সাইদুর রহমান, মাওঃ আব্দুল্লাহ ও মাওঃ মাহফুজুর রহমান প্রমুখ।
গণজমায়াতে বক্তারা অবিলম্বে টঙ্গী ময়দান ও কাকরাইল মসজিদ থেকে সাদপন্থী সন্ত্রাসীদেরকে চিরদিনের জন্য নিষিদ্ধের দাবি জানান। সাথে সাথে খুলনার মারকাজ মসজিদ সহ দেশের সকল মসজিদে তাদের কার্যক্রম বন্ধের জন্য মসজিদ কমিটি ও মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
সকল বক্তারা টঙ্গীর ময়দানে নিরীহ,নিরস্ত্র,নিরপরাধ ঘুমন্ত ও তাহাজ্জুদরত মুসল্লিদের উপর হামলা ও হত্যার মাস্টারমাইন্ড সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তাঁর ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ সহ সকল অপরাধীদের গ্রেফতার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গণজমায়েত শেষে খুলনার শীর্ষ ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সন্ত্রাসীদের নিষিদ্ধের দাবিতে গণজমায়েত ও স্মারকলিপি প্রদান
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় খুলনা শহীদ হাদিস পার্কে সন্ত্রাসীদের নিষিদ্ধের দাবিতে খুলনার ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। গণজমায়েত মাওলানা মোস্তাক আহমাদ এর সভাপতিত্বে ও মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী মোহাম্মদ তারেক, মুফতী গোলামুর রহমান, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা মোশতাক আহমাদ, মাওলানা আসাদুল্লাহ, মুফতী আব্দুল হাই, মুফতী মাহমুদ হাসান, মুফতী জিহাদুল ইসলাম, মুফতী আব্দুল কাইয়ুম জমাদ্দার, মাওলানা শরিফ সাইদুর রহমান, মাওঃ আব্দুল্লাহ ও মাওঃ মাহফুজুর রহমান প্রমুখ।
গণজমায়াতে বক্তারা অবিলম্বে টঙ্গী ময়দান ও কাকরাইল মসজিদ থেকে সাদপন্থী সন্ত্রাসীদেরকে চিরদিনের জন্য নিষিদ্ধের দাবি জানান। সাথে সাথে খুলনার মারকাজ মসজিদ সহ দেশের সকল মসজিদে তাদের কার্যক্রম বন্ধের জন্য মসজিদ কমিটি ও মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
সকল বক্তারা টঙ্গীর ময়দানে নিরীহ,নিরস্ত্র,নিরপরাধ ঘুমন্ত ও তাহাজ্জুদরত মুসল্লিদের উপর হামলা ও হত্যার মাস্টারমাইন্ড সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তাঁর ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ সহ সকল অপরাধীদের গ্রেফতার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গণজমায়েত শেষে খুলনার শীর্ষ ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।