খুলনার জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম এর সৌজন্য বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আব্দুল কাইউম জমাদ্দারকে সম্মাননা স্মারক প্রদান
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
আল্লামা মুফতী গোলাম রহমান দা.বা. এর প্রতিষ্ঠিত জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার পক্ষ থেকে সম্মাননায় ভূষিত হলেন খুলনা ডুমুরিয়ার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সামাজিক ব্যক্তিত্ব বানিয়াখালী মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের জৈষ্ঠ্য প্রভাষক,সাজিয়াড়া শামসুল উলুম কওমী মাদরাসার সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কাইউম জমাদ্দার।(৩০ নভেম্বর ২৪ ইং)শনিবার খুলনা জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম আবনায়ে মারকাযুল উলূম খুলনার সৌজন্য সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে গুণী এই ব্যক্তিকে ।আব্দুল কাইউম জমাদ্দার বহুমুখী প্রতিভার অধিকারী, তিনি বিভিন্ন স্কুল , কলেজ, মসজিদ মাদ্রাসার পরিচালনা পর্ষদের কমিটিতে যুক্ত রয়েছেন। তিনি ডুমুরিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি,মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস্ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা। গুণী এই ব্যক্তিত্ব তার জীবদ্দশায় সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।