খুলনার শেরেবাংলা রোড নামাজ বাস্তবায়ন কমিটির মাহফিল বৃহস্পতি ও শুক্রবার
- আপডেট সময় : ০১:৫৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
খুলনার শেরেবাংলা রোড নামাজ বাস্তবায়ন কমিটির মাহফিল বৃহস্পতি ও শুক্রবার
শেখ নাসির উদ্দীন, খুলনাঃ খুলনার শের-এ-বাংলা রোড সাবেক বিভাগীয় নির্বাচন অফিসের সামনে নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী ৩১ তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৬ ও ২৭শে ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার বাদ আসর হতে অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রথম দিন বৃহস্পতিবার বয়ান করবেন
বাইমাইল মিনার মসজিদ, কোনাবাড়ী, গাজীপুর, ঢাকার খতিব মুফতী নূরুল ইসলাম নূরানী। প্রধান বক্তা বয়ান করবেন কচুরিয়া নূরে মদিনা কওমী মাদ্রাসা, চিতলমারী, বাগেরহাটের মুহতামিম হাফেজ মাওঃ শহিদুল ইসলাম আশরাফী,বিশেষ অতিথির বয়ান করবেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস,
সভাপতিত্ব করবেন আমতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতী সরোয়ার হুসাইন।
দ্বিতীয় দিন শুক্রবার প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন বাংলা ভিশন টিভি চ্যানেলের ধর্মীয় আলোচক পীরজাদা ড. খন্দকার মোঃ মাহবুবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ঢাকা মাদরাসাতু ইকুরা আল-ইসলামিয়ার নায়েবে মুহতামিম ক্বারী মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুন [ঝালকাঠী],
বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন উসওয়ায়ে হাসানা মাদ্রাসা খুলনার মুহতামিম আলহাজ্ব মুফতি জিহাদুল ইসলাম, দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন মসজিদ-এ-মিনা, রায়পাড়া, খুলনার পেশ ইমাম আলহাজ্ব মাওঃ গোলাম কিবরিয়া,
কোরআন তেলাওয়াত করবেন আর্ন্তজাতিক পুরস্কারপ্রাপ্ত কারী
ক্বারী মুস্তাকিম বিল্লাহ। ইসলামী গজল পরিবেশন করবেন আল আজান শিল্পী গোষ্ঠীর সরকারি পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবাহ।