খুলনার হাদিস পার্কে গণ-সমাবেশ সফলে ইসলামী আন্দোলন ২৪ নং ওয়ার্ডের প্রস্তুতি সভা
শেখ নাসির উদ্দিন, খুলনাঃ আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর নিরালা মোড়স্থ আইএবি'র অস্থায়ী কার্যালয়ে আগামী ৪ অক্টোবর শুক্রবার নগরীর শহীদ হাদীস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ২৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন'র সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ মফিজুর রহমান লাভলুর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মোঃ ফেরদৌস গাজী সুমন, জয়েন্ট সেক্রেটারি এইচ,এম, খালিদ সাইফুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আল গালিব, সদর থানার সভাপতি হাফেজ মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, ২৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ নুরুল করিম।
সভায় আরোও উপস্থিত ছিলেন মোঃ আল-আমিন আকন, মোঃ আকবর আলী, মোঃ বেলাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ দুলাল মোল্লা, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ কাউছার আলী প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ৪ অক্টোবর খুলনার শহীদ হাদিস পার্কে গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।