খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনকে ইসলামী আন্দোলন খুলনা মহানগর এর শুভেচ্ছা ও অভিনন্দন
- আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনকে ইসলামী আন্দোলন খুলনা মহানগর এর শুভেচ্ছা ও অভিনন্দন
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা প্রেসক্লাবের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মুহাম্মদ গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ মইন উদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।
গত রোববার (১০ নভেম্বর ) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের কমিটি গঠিত হয়। দৈনিক পূর্বাঞ্চলের এম এ হাসান সভাপতি, দৈনিক সময়ের খবরের রবিউল গাজী উজ্জ্বল সাধারণ সম্পাদক ও বার্তা২৪.কমের মানজারুল ইসলামকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।
এছাড়া দৈনিক প্রবাহের এম এম মিন্টু সহ-সভাপতি, দৈনিক খুলনাঞ্চলের সোহেল রানা যুগ্ম সম্পাদক এবং নির্বাহী সদস্য দৈনিক সময়ের খবরের এইচ ডি হেলাল ও দৈনিক জন্মভূমির বাপ্পী খানকে মনোনীত করা হয়।
নেতৃবৃন্দ নতুন কমিটির সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংবাদপত্র জগতের ভাবমূর্তি রক্ষা করবে। একইসাথে সদস্যদের উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব পালন করবে বলে অাশাবাদ ব্যক্ত করেন।