জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে খুলনার খালিশপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে খুলনার খালিশপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
শেখ নাসির উদ্দিন, খুলনাঃ আজ বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় খালিশপুর পিপলস্ গোল চত্বরে খালিশপুর থানা ইমাম পরিষদ ও খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের উদ্দ্যোগে থানা ইমাম পরিষদ এর সভাপতি মাওঃ কারামত আলীর সভাপতিত্বে ও খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিম সভাপতি মাওঃ মশিউর রহমান খুলনাভী এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খালিশপুর থানা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আনোয়ারুল আযম, অর্থ সম্পাদক মাওঃ জাফর সাদিক, সামাজিক সংগঠন খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
ইমাম পরিষদ খালিশপুর ৭ নং সাধারণ সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম, ১০ নং ওয়ার্ড সভাপতি মাওঃ নাজমুস সায়া’দাত, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুফতি বাশির আহমেদ, প্রচার সম্পাদক মাওঃআসাদুজ্জামান, ১৩ নং ওয়ার্ড সভাপতি মাওঃ ইব্রাহিম খলিল, প্লাটিনাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ জাকির হোসেন সহ উপস্থিত ছিলেন খালিশপুর থানা ইমাম পরিষদের মাওঃ হাফিজুর রহমান, খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান অপু, প্রচার সম্পাদক মোঃকাউসার রহমান, সদস্য মোঃ হাবিব, মোঃ আবু্দুস সবুর, হাফেজ আল আমিন, মাহদী হাসান মুন্না, আব্দুল্লাহ, মাহমুদ, কামরুল সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা অন্তবর্তীকালীন সরকারকে বলেন অবিলম্বে জঙ্গি সংগঠন ইসকন কে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সাথে সাথে চট্টগ্রামের মসজিদে ভাঙচুর এবং অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের কে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করেন।