জলঢাকায় চাকরি জাতীয়করনের দাবিতে বে-সরকারি শিক্ষক কর্মচারীর মানববন্ধন
- আপডেট সময় : ১০:৩০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
জলঢাকায় চাকরি জাতীয়করনের দাবিতে বে-সরকারি শিক্ষক কর্মচারীর মানববন্ধন
মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি
জলঢাকায় শিক্ষা বৈষম্য দুরিকরন ও চাকুরী জাতীয়করনের দাবিতে বে-সরকারি শিক্ষক কর্মচারিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বে-সরকারী শিক্ষক, কর্মচারী ঐক্য জোটের আয়োজনে উপজেলা চত্তরে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রধান করা হয় । এর আগে অনির্বাণ বিদ্যাতীর্থ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে মিলিত হয় শিক্ষক ও কর্মচারিবৃন্দ। এসময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী রোকন, সহসভাপতি প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র, প্রধান শিক্ষক মোজাফফর রহমান, অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, অধ্যাপক জাফর আলী, সুপার গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ। এসময় বক্তারা বাংলাদেশে সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দুর ও দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ঐক্য জোট জলঢাকা উপজেলা শাখার আয়োজনে কর্মসুচিতে বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারি অংশগ্রহণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার জি.এম সারোয়ারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।