টাকার অভাবে সন্তান বিক্রির পাশে দাড়িয়েছে ” টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023″ পরিবার
- আপডেট সময় : ০৩:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে
টাকার অভাবে সন্তান বিক্রির পাশে দাড়িয়েছে ” টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023″ পরিবার
মামুন খান, সিঙ্গাপুর প্রতিনিধি
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের সকলেই সিঙ্গাপুর প্রবাসী। তাদের বেতন থেকে সবাই সিমিত কিছু টাকা প্রতি মাসে জমা করে এই সংগঠন চালানো হয়।
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের সম্মানিত সদস্য জনাব রনি এর অনুসন্ধানে সংগঠনের পক্ষ থেকে ” সম্ভব হারানো এক পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।
বাশৈতল পশ্চিম পাড়া, মির্জাপুর, টাঙ্গাইল।
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের একটা স্লোগান হলো “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার ”
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মামুন খান বলেন, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র টাকা গুলো একেকটা পরিবারের পাশে দাড়াতে পেরে আমরা সবাই আনন্দিত।
মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু সহযোগিতা করার মন মানসিকতা কয় জনের হয়। আমাদের এখানে কোন ধর্ম বেদাবেদ নেই। সকল শ্রেনীর মানুষ আমাদের সংগঠনের সাথে থাকতে পারবে।
মা-বাবা যখন টাকার অভাবে সংসার চালাতে পারে না তখন কতটা বুকে চাপা কষ্ট নিয়ে সন্তান বিক্রি করতে চাই।
সংসারের অবস্থা খারাপ থাকার জন্য ঐ পরিবার সিদ্ধান্ত নিতে বাদ্য হয়।
ঐ সংবাদ আমাদের কাছে পৌঁছালে আমাদের সংগঠন থেকে মায়ের সন্তান মায়ের কাছে রাখতে বলা হয়।
মহাসচিব জনাব আমিনুর ইসলাম বলেন, মানবতার কাজ করবো এবং মানবতার পাশে সাড়া জীবন থাকতে চাই।
সভাপতি জনাব রাজু আহমেদ বলেন, একতা সংঘবদ্ধভাবে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।
সাঃ সম্পাদক শেখ রাসেল কিং বলেন,মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করে যাবো।
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F)2023 পরিবারের মহাসচিব, সভাপতি, সহ-সভাপতি , সাঃ সম্পাদক, সহ সাঃ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক এবং সকল সদস্য সকলেই আপনাদের কাছে দোয়া চেয়েছেন। সামনের দিন গুলো যেনো অসহায় মানুষের পাশে দাড়াতে পারে।
সংগঠনের পাশে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন জনাব রানা, জনাব মাহফুজ, জনাব রাশেদুল, জনাব নাঈম সিকদার, জনাব সাব্বির হোসেন,জনাব আশাদুল, জনাব রানা, জনাব নিশাত, জনাব শাকিল, জনাব মালেক, জনাব সজিব সহ আরো অনেকেই।