ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠনের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় দিবসটি পালন করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। প্রত্যেক ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে,তারই ধারাবাহিকতায় খুলনার ডুমুরিয়ায় জাতীয় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ ডিসেম্বর ২০২৪ ইং) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ডুমুরিয়া প্রেস ক্লাব সংলগ্ন খুলনা সাতক্ষীরা মহাসড়কে, ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে ও সংগঠনের উপজেলা শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কার মোল্যা।বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ অধ্যাক্ষ শেখ শহিদুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাস,বিশিষ্ট সমাজসেবক ও কার্যকরী সদস্য আলহাজ্ব শাহজাহান জমাদ্দার,সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম শেখ , অধ্যাপক আব্দুল হালিম ঢালী, কার্যকরী সদস্য খান মহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ এবিএম নাজিম উদ্দিন,দফতর সম্পাদক মোঃ আলামিন শেখ,উপ-দফতর সম্পাদক মোঃ আলামিন খান,পাঠাগার সম্পাদক গাজী সোহেল আহমেদ,খান ওলিয়ার রহমান,ডাক্তার পুলিন অধিকারী,গোবিন্দ কুমার পাল,মোঃ বাবলুর রহমান,সহ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।