ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৩ নভেম্বর) শনিবার সকাল ৯ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে হাফেজ মো.রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।
বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতি অধ্যাপক আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, মাওলানা মোস্তাক আহমেদ,মাওলানা আব্দুর রহমান,মাওলানা আ.গফ্ফার,হাফেজ ফারুক আহমেদ,হাফেজ ইয়াসিন,মাওলানা তৈফিকুর রহমান।
কুরআন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম পুরস্কার গ্রহণ করেন খর্ণিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ মোহাম্মদ সিয়াম আলী,দ্বিতীয় পুরস্কার সাজিয়াড়া মাদ্রাসার মোঃ মেহেদী হাসান,তৃতীয় পুরস্কার সাজিয়াড়া মাদ্রাসার মোঃ হোসাইন আহমেদ।
খ গ্রুপে প্রথম চুকনগর হাফিজি হুজুর মাদ্রাসার মোহাম্মদ নেছারুল ইসলাম,দ্বিতীয় খর্ণিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মোঃ ইয়াসিন সরোয়ার, তৃতীয় খড়িয়া আবু বকর সিদ্দিক মাদ্রাসার মোঃ আকিব সালমান পুরস্কার গ্রহণ করেন।
গ গ্রুপে প্রথম পুরস্কার ডুমুরিয়া আশরাফিয়া মাদ্রাসার মোঃ মুশফিক সালেহীন,দ্বিতীয় পুরস্কার চুকনগর হাফিজি হুজুর মাদ্রাসার মোঃ আব্দুর রহমান,তৃতীয় পুরস্কার হাসানপুর মিকশিমিল দারুল উলুম মাদ্রাসার মোঃ মাহমুদ হুসাইন পুরস্কার গ্রহণ করেন।
উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ ৩১ জন হাফেজকে পুরস্কার দেওয়া হয়।