পঞ্চগড়ের মাদকের গড ফাদার দেলোয়ার হোসেন দেলু জুলহাস, জুয়েল হোসেন (হেক্কু) জয়নাল আনিস,রাসেল ও তাদের দোষরদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়
পঞ্চগড় সদর উপজেলার হাড়িবাসা ইউনিয়নে ১ নং ওয়ার্ডের সাহেব বাজারে এ কর্মসূচি পালিত হয়
মাদক মুক্ত সমাজ চাই : এই প্রতিবাদ্য কে সামনে রেখে যুব সমাজ মাদকের বিরুদ্ধে অভিযান ও সচেতনতা বোধ তৈরি সহ মাদক পেশা থেকে যারা বেরিয়ে আসছে তাদের কে নানা রকম ভাবে সাহায্য করা । মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ কারীরা বলেন, আমরা মাদক মুক্ত সমাজ চাই। আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা পরিবেশ রেখে যেতে চাই। মাদকের জন্য যুব সমাজ আজ নানা ধরনের অনিয়মের সঙ্গে জড়িত হচ্ছে
বিগত বছরগুলোতে দেশে এদের বিরুদ্ধে কথা বললে নানা ধরনের হুমকি প্রদান করতেন মাদকের গড ফাদারেরা। বর্তমানদেশে সুষ্ঠু আইন আছে এদের কে অবিলম্বে গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরি বলে মনে করে তারা।
এসময় কোমলমতি শিক্ষার্থীরা তাদের লিখত ব্যানারে মাদকের বিরুদ্ধে ও মাদকের গড ফাদার দেলোয়ার হোসেন দেলু জুলহাস আনিস রাসেল জয়নাল ওসহ মাদকের সঙ্গে জড়িত সকল কে অবিলম্বে গ্রেফতার দাবি করেন
পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজ্জলে রাব্বি বক্তব্য বলেন সদরে দশটি ইউনিয়ন পরিষদ রয়েছে। দশটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মাদক থেকে যুব সমাজ কে মুক্ত করা। মাদক কারবারিরা অনেক সুবিধা পেয়েছে বিগত বছরগুলোতে তারা প্রসাশন সহ নেতা কর্মী দের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করতেন। এখন আর এ সুযোগ পাবে না মাদকের গড ফাদারেরা। তিনি আরও বলেন ফুটকি পাড়া গ্রাম থেকে সকল গড ফাদার দের কে এলাকা থেকে বাহির করা হবে। তিন দিনের মধ্যে তাদেরকে আটক করার কথা বলেন
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউল হক জিয়া (সভাপতি হাড়িভাসা ইউনিয়ন বিএনপি)
জনাব মোঃ মুস্তাফিজুর রহমান প্রধান বুলবুল (সাধারণ সম্পাদক হাড়িবাসা ইউনিয়ন বিএনপি)
জনাব সৈয়দ নুরই আলম (চেয়ারম্যান৭নং হাড়িবাসা ইউনিয়ন পরিষদ)
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য, শিক্ষক ও শিক্ষিকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা
শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি