পটিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
- আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
পটিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
………………………….
পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:-
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পটিয়া ডায়াবেটিস্ হাসপাতাল ও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে
এ উপলক্ষে এক র্যালি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সকাল থেকে পটিয়া ডায়াবেটিস হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সরকারের অবসর প্রাপ্ত সিনিয়র সচিব জামাল উদ্দিন আহমেদ, প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনী, বিশেষ অতিথি ছিলেন, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, ডা. একেএম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, ডা. দিবাকর বড়ুয়া, আবছার উদ্দিন সোহেল, মোস্তাক আহমদ, প্রমুখ।
এতে বক্তারা বলেন, দেশে ডায়াবেটিস রোগী উদ্বেগজনক ও ভয়ংকর হারে বাড়ছে। সারা বিশ্বে প্রতি ১০ জনে ১ জন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমান বাংলাদেশে প্রতি ১০০ জনে প্রায় ১৪ জন প্রাপ্ত বয়স্ক (২০-৭৯ বছর) ডায়াবেটিসে আক্রান্ত। এ থেকে আমাদের রক্ষা পেতে হলে সচেতন হতে হবে।