পুলিশ জনগনের বন্ধু কথা টা ভুল ছিল : আর এম পি পুলিশ কমিশনার
- আপডেট সময় : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
পুলিশ জনগনের বন্ধু কথা টা ভুল ছিল : আর এম পি পুলিশ কমিশনার
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু সুফিয়ান বলেছেন, ৫ আগষ্টের আগে যতোই বলা হোক জনতাই পুলিশ পুলিশই জনতা , পুলিশ জনগনের বন্ধু, সবার জন্য থানার দরজা খোলা আসলে এগুলি কথা ভুল ছিলো। পুলিশের সাথে সাধারণ মানুষের একটি দুরত্ব থেকে গিয়েছিলো, সেটি ৫ আগস্টের পর বোঝা গেছে। এখন জনগনের সাথে ব্যবধান কমিয়ে তাদের মনে যায়গা করার চেষ্টা করছে পুলিশ।
বেলা ১১টায় নগরীর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে ইলেকট্রিক , প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় মহানগর পুলিশের কমিশনার তার বক্তব্যে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান, আপনাদের সর্ব প্রথম কাজ হবে জনগনকে কাছে টেনে নেওয়া। জনগনের মনে বিশ্বাস, আশ্বাস ও ভরসা গড়ে তুলতে হবে। বাহিনির সদস্যদের আচরণ, ব্যবহারের পরিবর্তন ঘটিয়ে জনগনের জন্য কাজ করতে। এসময় সম্প্রতি ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা গুলোতে সুষ্ঠু তদন্ত ও সঠিক আসামী গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি নির্দেশনা দেন। এছাড়া সম্প্রতি মব জাস্টিসে নিহত রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের মামলায় সঠিক আসামীদের ধরে বিচারের মুখোমুখি করারও প্রতিশ্রুতি দেন তিনি। আন্দোলনে রাজশাহীতে যারা ছাত্র-জনতাকে আহত-নিহত করেছে তাদের সবার বিচার করা হবে।
তিনি আরও জানান, আসামী যে দলের, কিংবা যে মতেরই হোকনা কেনো কোন ছাড় দেয়া হবেনা। এর বাইরে রাজশাহী সীমান্ত এলাকার নগরী হওয়ায় মাদকের বিস্তার রোধে পুলিশের করণীয়, নগরীতে যানজট নিরসণ ও অপরাধ দমনে সিসি ক্যামেরা পুনঃস্থাপনেরও কথা সাংবাদিকদের জানান তিনি। এসময় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের অন্তত শ খানেক সংবাদকর্মী এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
তিনি আশ্বাস দেন এখন থেকে আরএমপি পুলিশ জনগনকে নিজের পরিবারের মত রাখবে। কোন জনগণ হয়রানী হবে না। আমাদের পুলিশ বাহিনী এখন থেকে কারো লাঠিয়াল বাহিনী হবে না। সঠিককে সম্মান আর দোষী কে বিচারের আওতায় আনা হবে। সে যতো বড় ভিআইপি হোক অন্যায় করলে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে ।