পেশাজীবীদের সাথে মণিরামপুর জামায়াত ইসলামীর মতবিনিময় সভা
আব্দুল্লাহ আল মামুন যশোর
যশোরের মণিরামপুরে পেশাজীবি ফোরাম মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ৪ অক্টোবর বিকেলে মণিরামপুর শিক্ষা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পেশাজীবি ফোরাম মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোজাহার আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ উবাইদুল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করে।আপনারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন বাংলাদেশ জমায়াতে ইসলাম আপনাদের পাশে আছে।আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির মাওলানা লিয়াকত আলী, মণিরামপুর বাজার কমিটির সভাপতি তুলশি বসু,বিশিষ্ট ব্যবসায়ী প্রতাপ কুন্ডু,মনিরুদ্দিন,অলিয়ার রহমান সহ বিভিন্ন পেশাজীবী ব্যাবসায়ী ও বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।