বিজয়রামপুর খৈইতলা স্পোর্টিং ক্লাবের আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন
বিজয়রামপুর খৈইতলা স্পোর্টিং ক্লাবের আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পাজিয়া স্পোর্টিং ক্লাব ও লাউড়ি স্পোর্টিং ক্লাব ।খেলায় দুই গোলের ব্যবধানে হেরে যায় লাউড়ি স্পোর্টিং ক্লাব। খেলায় বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি মোস্তফা আনোয়ার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, তরুণ বিএনপি নেতা আরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।