বিজয় দিবসে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলী
মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে জলঢাকা রিপোর্টার্স ইউনিটি। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় পৌর সভার কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সংগঠনটির সংবাদকর্মীরা।
এর আগে থানা মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংবাদিকরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে রিপোটার্স ইউনিটি সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সভাপতি রাশেদুজ্জামান সুমন বলেন, ১৯৭১ সালের আজকের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলো আমাদের মুক্তিযোদ্ধারা। সৈন্য ও শক্তিতে পাকিস্তানিরা শক্তিশালী ছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা শক্তিশালী ছিলো মনোবলে। তাদের মধ্যে ছিলো স্বাধীন হওয়ার ইচ্ছা- আকাঙ্খা এবং জমে থাকা ক্ষোভ।উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দীর্ঘ নয়মাস মুক্তিযুদ্ধের পর প্রায় ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা কিন্তু সহজ ছিলোনা। সাংবাদিক হিসেবে শহীদদের রক্তের মত আমাদের কলমের কালি উৎসর্গের মধ্য দিয়ে সাংবাদিকতার সুষ্ঠু চর্চাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের হতে হবে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। আমাদেরকে সেই ভুমিকা পালন করতে হবে, যে ভূমিকা আমাদের মুক্তিযোদ্ধা ও আপামর জনতা মহান মুক্তিযুদ্ধে রেখেছিলেন। এসময় জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বজলুর রশিদ, সহ-সভাপতি জাহিদ হাসান লাল,সহ-সাধারন সম্পাদক মাহমুদ আল হাছান,সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম বুলবুল, দপ্তর সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায়, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, সদস্য জুয়েল শাহ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।