ভারতকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে-মাওলানা রশীদ আহমদ বিন ওয়াক্কাস
- আপডেট সময় : ০৬:৩৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
ভারতকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে-মাওলানা রশীদ আহমদ বিন ওয়াক্কাস
ডেস্ক রিপোর্ট এম টিভি ২৪
ভারতের রামগিরি মহারাজ এবং নিতিশ রানে কর্তৃক মানবতার মুক্তির মহান অগ্রদূত মহানবী হযরত মুহাম্মাদ সা:-এর শানে বেয়াদবি ও কটূক্তিমুলক বক্তব্যের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে এক স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার তৌহিদী জনতা অংশ নেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে মনিরামপুরের রাজপথ। রামগিরি ও নিতিশের প্রতি নিজেদের সবটুকু ঘৃণা উগরে দেন আপামর তৌহিদী জনতা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল অনলর্বশী বক্তব্য পেশ করেন, মনিরামপুরে মাটি ও মানুষের নেতা, তৌহিদী জনতার হৃদয়ের স্পন্দন, যশোর-৫ মনিরামপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রশীদ আহমদ বিন ওয়াক্কাস। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেন, যেন ভারতীয় হাইকমিশনারকে ডেকে সরকারি ভাবে তীব্র নিন্দা জানানো হয়। অন্যথায় তাওহিদী জনতাকে ঠেকানো যাবে না।
উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী হুসাইন আহমাদ, সহ-সভাপতি কামরুজ্জামান কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাসান আল মামুন। বাকোশপোল মাদ্রাসার মুহতামিম মাওলানা মফিজুল ইসলাম। মণিরামপুর ইলাহি বক্স মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারন সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ ইয়াছিন , ছাত্র নেতা তালহা বিন রশিদ, মারুফ হুসাইন প্রমুখ ।