মণিরামপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
- আপডেট সময় : ০২:২৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
মণিরামপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
সাব্বির হাসান স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১২টায় মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে মণিরামপুর প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের লক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক-প্রভাতী বিদ্যাপীঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী উপস্থিত শিক্ষকগণের সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কার্যকরি কমিটি ভেঙ্গে দিয়ে ৪১ সদস্য বিশিষ্ট এক নতুন প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়। জি,এম মাকসুদুর রহমান সভাপতি ও জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান কার্যকরী সভাপতি, উত্তর বাঁলিধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল বাশারকে কার্যকরী সাধারণ সম্পাদক, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির এবং মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।