মণিরামপুর বাজারে প্রকাশ্য চলছে অবৈধ কারেন জাল ও পলিথিন বিক্রি
- আপডেট সময় : ১২:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
মণিরামপুর বাজারে প্রকাশ্য চলছে অবৈধ কারেন জাল ও পলিথিন বিক্রি
ভ্রমমাণ প্রতিনিধি
মণিরামপুর বাজারের মের্সাস স্বনন্দীপ্ত ট্রেডার্সে প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ কারেন জাল বিক্রি হয়েছে। গোপন সুত্রে জানা যায় ১২ কেজির কাটুনে করে চুরাই পথে কারেন জাল নিয়ে আসে প্রতিষ্ঠানের মালিক মিলন/রিপন কুন্ডু। মণিরামপুর বাজারের সুতা পট্টির ভেতরে সাহা জুয়েলার্সের সামনে প্রকাশ্য বিক্রি করছে সরকার ঘষিত অবৈধ কারেন জাল ও পলিথিন।এছাড়াও হাকেবা গ্রামে নিজ বাড়িতে মদুদ রেখেছেন প্রায় ২৫ লক্ষ টাকার কারেন জাল।গোপনে মণিরামপুর বাজার থেকে জাল বিক্রি করলেও পাইকারি মাল সেল দেয় নিজ বাসা হাকোবা থেকে।বিএসটিআই অনুমতি বিহীন ভারতীয় পন্য বিক্রি করেন এই ব্যবসায়ী।
এবিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানায়,মণিরামপুর বাজারের মেসার্স স্বনন্দীপ্ত ট্রেডার্স এ নিষিদ্ধ কারেন জাল ও পলিথিন বিক্রির বিষয়টি জেনেছি।আমরা খুব শীগ্রই ওখানে মোবাইল কোর্ট পরিচালনা করবো। যদি কোনো পত্রিকায় এর নিউজ হয়েথাকে আমার অফিসে পাঠিয়ে দিবেন।তা হলে আরো সহজ হবে এসব অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে। মের্সাস স্বনন্দীপ্ত ট্রেডার্স এর মালিক মিলন/ রিপন কুমার কুন্ড হাকোবা গ্রামের দেব্রত প্রসাদ কুন্ডু(দেবু) কুন্ডুর ছেলে।তিনি দীর্ঘ দুই মাস যাবত প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ কারেন জাল বিক্রি করেছেন। এছাড়াও দীর্ঘ কয়েকবছর যাবত নিষিদ্ধ পলিথিন বিক্রি করে মণিরামপুরের সেরা ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন।এবিষয়ে যশোর বিএসটিআই এর কর্মকর্তা জানায় এটা বড়ো ধরনের অপরাধ, জেল ও জরিমানা দুটোই হবে।পত্রিকায় নিউজ হলে ও প্রমানিত হলে, অবশ্য তার বিরুদ্ধে কঠোর আইনে আনা হবে।