মনিরামপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষনে অবহিতকরণ সভা
মনিরামপুর ( যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহন শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রিসার্স ইনসিয়েটিভ বাংলাদেশ(রিব) অবহিত করণ সভার আয়োজন করে। মানবাধিকার কর্মী সাংবাদিক বাবুল আকতারের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা খালিদ হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির রাখেন মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হক, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আক্তার,,নীট বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার অসীম সাহা,প্রকল্পের সমন্বয়কারী বিকাশ দাস,সাবেক কাউন্সিলর গীতা রানী কুন্ডু, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী অনুপম ঘোষ,প্রধান শিক্ষক৷ সাবেক কাউন্সিলর পারভীন আক্তার প্রমূখ।অবহিতকরণ সভাপতি উপজেলার তৃনমুল পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।