মনিরামপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালিত
আব্দুল্লাহ আল মামুন যশোর
দক্ষিণবঙ্গের মরহুম জননেতা যশোরের রাজনিতীর কারিগর সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করেছে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার বিকেলে মণিরামপুর পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মফিজুর রহমান মফিজ,মনিরামপু সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃনিস্তার ফারুখ,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর,পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই,উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক মকবুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো,পৌর যুবদলের আহব্বায়ক আব্বাস আলী,উপজেলা যুবদলের যুগ্ম-আহব্বায়ক আয়ুব আলী,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক অলিয়ার রহমান,ছাত্রনেতা মোঃ ইমরান হোসেন,পৌর ছাত্রদলের আহব্বায়ক কামরুল ইসলাম, যশোর জেলা ছত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মনিরামপুর থানা মসজিদের ঈমাম মোঃ মফিজুর রহমান দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।