মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু, কমলগঞ্জে শোকের ছায়া
- আপডেট সময় : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু, কমলগঞ্জে শোকের ছায়া
মুজিবুর রহমান কমলগঞ্জ সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের বাসিন্দা বশীর মিয়া (৬০) নামের এক মুসল্লি জুমার নামাজ আদায়কালে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজ পড়ার সময় দক্ষিণ ধলাইরপার জামে মসজিদে সুন্নত নামাজরত অবস্থায় তিনি হঠাৎ মাটিতে ঢলে পড়েন।
সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লিরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বশীর মিয়া দক্ষিণ ধলাইরপার গ্রামের মৃত সফিক মিয়ার সন্তান। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত বশীর মিয়ার ফুফাত ভাই মো. ইব্রাহীম মিয়া জানান, তিনি প্রতিদিনের মতো জুমার নামাজ আদায় করতে বাড়ির পাশের মসজিদে যান। সুন্নত নামাজ আদায়কালে হঠাৎ অচেতন হয়ে পড়েন।
বশীর মিয়ার বড় ছেলে রকিব মিয়া বলেন, “বাবা মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন। এমন মৃত্যু সবার কপালে হয় না। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন।”
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল কবির জানান, “বশীর মিয়াকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।”
বশীর মিয়াকে শুক্রবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।