মাদারগঞ্জে দুইজন কবি সাহিত্যিকের দুইটি কাব্যগ্ৰন্থের মোড়ক আনুষ্ঠানিক ভাবে উন্মোচন হয়েছে।
- আপডেট সময় : ১০:৪৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে
শেখ মাহমুদ আব্দুল্লাহ্,স্টাফ রিপোর্টার।।
৩০ ডিসেম্বর শনিবার, সকালে উপজেলা খরকা হলরুমে চারণ থিয়েটারের উপদেষ্টা কবি নান্নু পারভেজের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রতিশ্রুতি দাও’ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক এবং কলামিস্ট জি.বি.এম রুবেল আহম্মেদের প্রথম কাব্যগ্রন্থ ‘বিবর্ণ অনুরাগ’।
একইসাথে চারণ থিয়েটারের নব-গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদআরা রেবা।
চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কামরুল হাসান সুজন, সাধারণ সম্পাদক রকিব লিটন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার, সাধারণ সম্পাদক বাবলু , মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ , সদস্য এম আর রাইয়ান প্রমুখ। পরে দুপুরে মোসলেমাবাদ গ্রামে জি.বি.এম উন্মুক্ত গণগ্রন্থাগার এর শুভ উদ্বোধন করা হয়।