মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করে নৌকার বিজয় ছিনিয়ে আনবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
- আপডেট সময় : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
মো: রাকিব হোসেন।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, মানুষ সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে নৌকার বিজয় ছিনিয়ে আনবে। আজ নৌকার পালে হাওয়া লেগেছে। লাঠিসোঠা দিয়ে নয়, নৌকার বিজয়ের মাধ্যমে আমরা কুরুচিপূর্ণ ও অশোভন কথার জবাব দেব ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকালে গাজীপুর মহানগরীর জয়দেবপুরে শহীদ স্মৃতি স্কুলমাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারী এবং আওয়ামী লীগের কিছু লোক একত্রিত হয়ে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ যারা স্বতন্ত্র প্রার্থীর নামে এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করে নৌকার বিজয় যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, আমি তাদের বলতে চাই, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, ভাসানী-সোহরাওয়ার্দীর নৌকা, মুক্তিযুদ্ধের নৌকা, স্বাধীনতার নৌকা, গণতন্ত্রের নৌকা, শেখ হাসিনার নৌকা, শহীদ আহসান উল্লাহ মাস্টারের নৌকা। নৌকার বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
পরে একটি বিশাল গণমিছিল জয়দেবপুর বাসটার্মিনাল, জয়দেবপুর বাজার, জয়দেবপুর রেলগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজবাড়ি শহীদ বরকত স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সদর মেট্রো থানার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হাদী শামিম, সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবিএম নাসির উদ্দিন নাসির, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানা, কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, কাউন্সিলর জাবেদ আলী জবে, কাউন্সিলর আলমাছ মোল্লাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।