যশোর উপশহর এলাকার রাস্তায় হাঁটু পানি চলাচলে জনদুর্ভোগ
আব্দুল্লাহ আল মামুন যশোর
যশোর উপশহর শেখহাটি এলাকার দুইটি রাস্তায় হাঁটু পানি চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সরজমিনে গিয়ে দেখা যায় উপশহর শিল্প এলাকা ও পাশ্ববর্তী আরেকটি রাস্তার হাঁটু পানি ভেঙে চলাচল করছে শেখহাটি এলাকার বাসিন্দারা। জানতে চাইলে এলাকাবাসী জানান দুই একদিন বৃষ্টি হলে আমাদের রাস্তায় হাঁটু পানি হয়ে যায়।অনেক কষ্ট করে আমাদের যাতায়াত করতে হয়। এলাকাবাসীরা আরো বলেন পানি নিষ্কাশনের জন্য ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় ।আমরা এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।