যশোর বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের জনসভা ও মাহফিলে জনসমুদ্র
আব্দুল্লাহ আল মামুন
যশোরের বাঘারপাড়া উপজেলার মুজাহিদ কমিটির উদ্যোগে বিশাল জনসভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ ও মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, যশোর জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা গোলাম আযম, জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, বাঘারপাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা বেলাল হুসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। জনসভায় বাঘারপাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই কে ফুলের শুভেচ্ছা জানান।