যশোর মণিরামপুরে তাকওয়া ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ
হাসান আল মামুন (মণিরামপুর, প্রতিনিধি)
যশোর মণিরামপুরে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়নে ১৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। তাকওয়া ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম খান বলেন
করোনাকালিন সময়ে করোনা প্রজেটিভ লাশ দাফনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। অক্সিজেন সেবা, খাদ্য দ্রব্য বিতারণ, সহ নানা বিধি সেবা মূলক কার্যক্রম করে আসছি। সম্প্রতি শীত মৌসুমে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে মারকাযুল উলূম কওমী মাদ্রাসা মাঠে ১০০ কম্বল , খানপুর কলেজ মাঠে ৩০০ কম্বল, মণিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে, ৩০০কম্বোল, মশিহাটি ৪০০পিস শীত বস্ত্র, হরিদাস কাটি ইউনিয়ন পরিষদ মাঠে ৩০০পিস, উলামানগর মাদ্রাসা মাঠে ১০০পিস কম্বোল বিতরণ করা হয়েছে। এছাড়াও মণিরামপুর বাজারে ২৫জন নৈশপ্রহরীর মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব সাহেব, মাদানী নগর মণিরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা রশীদ বিন ওয়াক্কাস সাহেব, মাওলানা ফজলে রাব্বী জুনায়েদ সাহেব -ঢাকা। মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ সাহেব। বক্তব্য প্রদান করেন তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াছিন, সহ-সভাপতি মাওলানা হাসান আল মামুন, সাধারণ সম্পাদক নাসিম খান, অন্যতম সদস্য মাহমুদুল হাসান, সামছুজ্জামান, ইউছুপ হোসেন, মুহিব , সবুজ হোসেন, সাইফুল হোসেন, তালহা বিন রশীদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা আশরাফ ইয়াছিন বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের এই পথ চলা। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় পাশে থাকতে পারি। শীত বস্ত্র পেয়ে উপস্থিত উপকার ভোগি সকলে আনন্দ প্রকাশ করেন।