রাজশাহী বাঘায় ঔষধের দোকানে অভিযান!
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাঘায় নকল, ভেজাল, স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ( ৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) সাবিহা সুলতানা ডলি।
অভিযানে ৫টি দোকানে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।বাজারের বেশিরভাগ ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ছিল।
ভ্রাম্যমাণ আদালত এ সময় সিটি ফার্মেসী, ইসতিয়াক ফার্মেসী, জননী ফার্মেসী, মা মেডিসিন কর্নার এবং মেডিসিন কর্নার কে স্যাম্পল ঔষধ বিক্রয়ের দায়ে দুই হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের রাজশাহী সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, মোঃ শরিফুল ইসলাম।
অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ( ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, প্রাথমিকভাবে জরিমানা করে তাদের শোধরানোর সুযোগ দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। যদি আগামীতে পুনরায় একই অপরাধের সাথে তারা যুক্ত থাকে তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
তিনি আরও জানান, সকল ঔষধ ক্রেতাদের কাছে আমার আহব্বান আপনারা বিক্রিয় নিষিদ্ধ ( স্যাম্পল) বা মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় করবেন না। এবং কোন ফার্মেসী এই ধরনের ঔষধ বিক্রয় করলে আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।