রাজিবপুরে সমাজসেবা অফিসে ভাতার কার্ড করে দেওয়ার নাম করে টাকা নিয়ে উধাও শাহিনা খাতুন
- আপডেট সময় : ০৩:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
রাজিবপুরে সমাজসেবা অফিসে ভাতার কার্ড করে দেওয়ার নাম করে টাকা নিয়ে উধাও শাহিনা খাতুন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা বিধান কর্মসূচির বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড করে দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ হাতে নেওয়ার অভিযোগ উঠেছে রাজিবপুর উপজেলার সবুজবাগ গ্রামের বাদশা মিয়ার স্ত্রী শাহিনা খাতুনের বিরুদ্ধে। গতকাল ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নাম করে পাঁচ হাজার করে টাকা নিয়েছেন শাহিনা খাতুন।
আজ ১৫ ডিসেম্বর রবিবার সরজমিনে গিয়ে কথা হয় রাজিবপুর উপজেলা সবুজ বাগ গ্রামের স্বপনা খাতুন, সাদিয়া আক্তার, নুর জাহান, সাজেদা খাতুন, ইতি বেগমসহ প্রায় ৩০ জনের সাথে তারা বলেন
ভাতার কার্ড হয়ে যাওয়ার পর আরো ৫ হাজার টাকা দিতে বলেছিল। আমারা সেটাও দিতে রাজি হই। কিন্তু অর্থবছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভাতার কার্ড করে দেয়নি শাহিনা খাতুন। এবিষয়ে জানতে চাইলে রাজিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন আমি এই শাহিনা বেগমকে চিনি না আমার অফিসের কোন চাকরিজীবী নয় কে বা কারা টাকা নিয়েছে এ ব্যাপারে আমার সাথে কোন সম্পৃক্ততা নেই। এ বিষয়ে অভিযুক্ত শাহিনা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সে মুখ খুলতে নারাজ।