রৌমারীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
রৌমারীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গসংগঠন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাএ দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মধ্যে দিয়ে বেলা ১১ টায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা ঘোষনা করেন। পরে দলীয় অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে জমায়েত হয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এক পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা ও সদস্য সচিব ফারুক আহমেদ বাবু। র্যালিতে অংশ গ্রহণ করনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু ও উপজেলা যুবদলের সদস্য সচিব মশ্উির রহমান পলাশ প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি ছাত্রদল গঠন করেন। পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায় এ সংগঠনটি। কর্মসূচী শেষে দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।