রৌমারীতে বৃদ্ধ খালুকে হত্যা করে ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় যুবক আটক।
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে সীমান্ত পাড়ি দেওয়ার সময় এক যুবককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ মঙ্গলবার সকালে তাঁকে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধের নাম বশির উদ্দিন (৮২)। তিনি উত্তর কাউনিয়ার চর গ্রামের হেশকারী শেখের ছেলে। আটক যুবকের নাম নুর আলম (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকার কলিম উদ্দিনের ছেলে। ভুক্তভোগী বশির উদ্দিন সম্পর্কে নুর আলমের খালু। কয়েকদিন ধরে খালুর বাড়িতে অবস্থান করছিলেন নুর আলম।
নিহত বশিরের মেয়ে মাহমুদা আক্তার জানান, কাজের সুবাদে নুর আলম ভারতে থাকে। সেখান থেকে সে বৈধ এবং অবৈধ পথে বাংলাদেশে যাতায়াত করতো। দুই সপ্তাহ আগে সীমান্ত পাড়ি দিয়ে নুর আলম রৌমারীর উত্তর কাউনিয়ার চর খালুর বাড়িতে আসেন । সেখানে কয়েকদিন থাকার পর ঠাকুরগাঁওয়ের বাড়িতে যায়। গত ৪ দিন আগে তার মাকে নিয়ে আবার কাউনিয়ার চরে বশিরের বাড়িতে আসেন। রাতে অসুস্থ বশিরের সঙ্গে একই বিছানায় ঘুমাতো নুর আলম । সোমবার ভোর রাতে সে বশিরকে মেরে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । তবে কী কারণে বয়স্ক খালু বশিরকে হত্যা করেছেন এবিষয় নিশ্চিত তথ্য দিতে পায়নি মৃত্যের পরিবার।মাহমুদা আক্তার বলেন, ‘নুর আলমের কথাবার্তা অসংলগ্ন ছিল। সে অসুস্থ কি না সেটাও ঠিক জানি না। গত দুই রাত থেকে সে আমার বাবার সঙ্গে থাকছিল। রাতে ঘুমায় না। সোমবার রাত ১টার দিকেও আমি দেখেছি আব্বা ভালো আছেন। রাত সাড়ে ৩টার দিকে নুর আলম চিল্লায় চিল্লায় বলতেছে, খালু মারা গেইছে। আমরা আসি দেখি আব্বার শরীরে রক্ত। আমরা ওক আটকানোর চেষ্টা করছি। কিন্তু ওই (নুর আলম) ঘুষি দিয়া নিজেক ছটকে নিয়া ভারতে পালায় গেছিল। পরে বিএসএফ আটক করি ফেরত দিছে।’
‘আমার আব্বা দুই বছর থাকি প্যারালাইজড হয়া বিছানায় পড়ি আছে। ওই মানুষটাক ওই মারছে। আমরা ওর বিচার চাই,’ বলেন মাহমুদা।
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে জানতে পারি অসুস্থ বশিরকে মেরে ফেলা হয়েছে।’
বিজিবি জানায়, সীমান্ত পাড়ি দেওয়ার সময় বিএসফের হাতে আটক হয় নুর আলম। পরে মঙ্গলবার সকালে সীমান্ত পিলার ১০৫৪ (২-এস) এর কাছে আসামের দ্বীপচর বিএসএফ কোম্পানি কমান্ডারের সঙ্গে বিজিবি দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক নুর আলমকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। একই সঙ্গে আটক নুর আলমকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
ওসি গোলাম মর্তুজা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত জখম রয়েছে। বিজিবি আটক যুবককে পুলিশে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।