রৌমারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
- আপডেট সময় : ০৯:০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
রৌমারীতে বুদ্ধিজীবি দিবস পালিত
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম রৌমারী উপজেলায় শনিবার সকাল ১০ টায় ১৪ডিসেম্বর প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
প্রতিবছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর তারিখের দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। এময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজি আনিসুল ইসলাম , রৌমারী উপজেলা ভূমি কর্মকর্তা রাসেল ডিও।
রৌমারী থানার ভার প্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি আজিজুর রহমান রৌমারী উপজেলা শাখা,জামায়তের আমির ও রৌমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হায়দার আলী রৌমারী উপজেলা শাখা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুক্তার হোসেন, রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ওদুদ মন্ডল , রৌমারী উপজেলা মহিলা বিষয়ক মাহিম আল মুস্তাকুর, , বৈষম্য ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সদস্য রনি, ও মিডিয়ার সাংবাদিকগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলো।