শারদীয় দুর্গা পুজা উপলক্ষে গোলমুন্ডা ইউনিয়ন যুবদলের আহবায়ক রউফুল ইসলামের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৩:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গা পুজা উপলক্ষে গোলমুন্ডা ইউনিয়ন যুবদলের আহবায়ক রউফুল ইসলাম এঁর শুভেচ্ছা
নীলফামারী প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজা উপলক্ষে জলঢাকা উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জলঢাকা উপজেলা গোলমুন্ডা ইউনিয়ন যুবদলের আহবায়ক যুবনেতা রউফুল ইসলাম ।। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন,জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িকতার উর্ধ্বে থেকে বৈষম্যের বেড়াজাল থেকে বের হয়ে জাতি এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় হোক প্রত্যেকটি মানুষের। তিনি বলেন,জাতীয়তাবাদী শক্তি রাজনীতির উর্ধ্বে থেকে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব পালনে সর্বাত্তক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।
যে কোন ধর্মের অনুসারী তাদের ধর্মীয় কর্মকাণ্ড যাতে নিরাপদে পালন করতে পারেন, সে বিষয়ে ইসলামে নির্দেশনা রয়েছে। তিনি দলীয় নির্দেশনার কথা উল্লেখ করো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান-ও বলেছেন, বাংলাদেশে বসবাসকারীদের মধ্যে যে যে-ই ধর্মের অনুসারী-ই হউন না কেন, সকলেই তাদের নিজ নিজ ধর্মীয় কর্মকাণ্ড নিরাপদ ও স্বাধীনভাবে পালন করবে। তাদের নিরাপত্তার ক্ষেত্রে তাদের পাশে থেকে দলের নেতাকর্মীদেরকে সর্বোচ্চ সহযোগীতা করার জন্য নির্দেশ প্রদান করেছেন তিনি।