শুক্রবার খালিশপুরে গণ সমাবেশ সফল করতে যুব আন্দোলন ১০ নং ওয়ার্ডের প্রস্তুতি সভা
শেখ নাসির উদ্দিন, খুলনাঃ আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটা খালিশপুর গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার উদ্যোগে গণ সমাবেশ সফল করার লক্ষ্যে
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় অস্থায়ী ওয়ার্ড কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার ১০ নং ওয়ার্ড সভাপতি মোঃ রাজিবুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আফরোজ আলম এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৩ তারিখ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার গন সমাবেশ সফল করতে ব্যাপক আলোচনা ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাঃ শহিদুল ইসলাম শাহিন, যুগ্ন সম্পাদক মোঃরাকিবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ ইমরান নাজির, প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান রিশান, উপসম্পাদক,মোঃ কোরবান, মোঃজসিম, মোঃ ওয়াহিদুজ্জামান সহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।