১৮ নভেম্বর গণ সমাবেশ সফলের লক্ষে ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর ১৩ টি ওয়ার্ডে যৌথ সভা
- আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
১৮ নভেম্বর গণ সমাবেশ সফলের লক্ষে ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর ১৩ টি ওয়ার্ডে যৌথ সভা
শেখ নাসির উদ্দীন, খুলনাঃ আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
গণ সমাবেশ সফলের লক্ষ্যে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ৩,৫,৯,১৭,১৮,১৯,২০,২৪ এবং জলমা ইউনিয়নের ৩,৪,৫,৬ ও ৮ নং ওয়ার্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভা গুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, মহানগর সহ-সভাপতি, মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মোঃ গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক গাজী ফেরদৌস সুমন, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি গাজী মিজানুর রহমান, সদর থানা সহ সভাপতি আব্দুল মান্নান, জয়েন্ট সেক্রেটারি এইচ এম খালিদ সাইফুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি এইচ এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলনের আব্দুস সবুর, মোহাম্মদ নাজমুল, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাহাদি হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, সাংগঠনিক সম্পাদক বনি আমিন।
যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব সারোয়ার হোসেন বন্দ, মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, আলফাত হোসেন লিটন, মাওলানা আবু সাঈদ, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, মমিনুল ইসলাম নাসিব, আব্দুল মান্নান, মোহাম্মদ রুহুল আমিন বাবুল, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোঃ লুৎফর রহমান, মোঃ মোস্তফা, মোহাম্মদ আবু হানিফ, মোঃ আব্দুস সালাম, হাফেজ মিরাজুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর, লাবু, আব্দুল জব্বার, মোহাম্মদ হায়দার, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ মোস্তফা জামান, আব্দুল মান্নান সরদার, মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, মোঃ আব্দুর রশিদ, মোহাম্মদ কবির হোসেন হাওলাদার, মোঃ আলমগীর হোসেন, মুফতি আমানুল্লাহ, মোঃ আব্দুল হালিম, মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ কাবির, মোঃ বনি আমিন, মোহাম্মদ নাসির উদ্দিন, ওয়ার্ড ছাত্র আন্দোলনের হাবিবুল্লাহ মেজবাহ,সজল হাওলাদার, মোঃ মাসুম বিল্লাহ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ নুরুল করিম, মোহাম্মদ রাকিব উদ্দিন, মোহাম্মদ সিয়ামসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যৌথ সভায় আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।