যশোর অভয়নগর ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
যশোর অভয়নগর ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন যশোর
দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত নির্বাচনে অযোগ্য ঘোষণা করা , ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার,বন্ধকৃত সকল মিল কলকারখানা চালু ,সংখানুপাতিক পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যশোরের অভয়নগর ৭ ও ৮ নং ইউনিয়ন ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অভয়নগর নাউলী বাজার ইউনিয়ন পরিষদের সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
অভয়নগর ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে, মুফতী আশরাফ সাঈদ কাশেমী ও হাফেজ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফজলুল করিম,আবু রায়হান, মাষ্টার আব্দুল করিম, মুফতী আজিমুদ্দীন, ডাক্তার শাহাদাত হোসাইন, মাওলানা জাকারিয়া হুসাইন, সৈয়দ মোর্তজা আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।