ডুমুরিয়ায় ৩২ দলীয় কেরাম টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে
ডুমুরিয়ায় ৩২ দলীয় কেরাম টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় সদরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতিমান কেরাম প্লেয়ারদের নিয়ে ৩২ দলীয় কেরাম টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধক ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম বলেন, সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া মনকে আনন্দ দেয় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। খেলাধুলা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল ভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সুস্থ ও সবল হয়ে গড়ে তুলতে শিক্ষার্থীদের ব্যায়াম ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকতে হবে।
(৯ জানুয়ারী ২০২৫ ইং) বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া বাজারের রউফ এর কাঠগোলা চত্বরে কাঠগোলা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে লে. কর্নেল অবসর প্রাপ্ত (এইচ এম এ গফফার বীর উত্তম) এর স্মরণে ৩২ দলীয় কেরাম টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কেরাম টুর্নামেন্ট প্রতিযোগিতা আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী গাজী শফিউল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব শাহাজাহান জমাদ্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া বড় বাজার চাউল ব্যাবসায়ী ও ইউ পি সদস্য মোঃ হাবিবুর রহমান, শেখ আমজাদ হোসেন দাদা , ইউ পি সদস্য আব্দুল হামিদ,সাংবাদিক আরিফুজ্জামান নয়ন, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম,ও সোহেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন মাসুদ রানা নান্টু।