ডুমুরিয়ায় কাঠগোলায় ৩২ দলীয় কেরামবোর্ড প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
ডুমুরিয়ায় কাঠগোলায় ৩২ দলীয় কেরামবোর্ড প্রতিযোগিতার উদ্বোধন
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ
ডুমুরিয়ায় কাঠগোলা ব্যবসায়ী কমিটির আয়োজনে এবং নিউ স্টার ক্লাবের তত্বাবধায়নে ৩২ দলীয় কেরামবোর্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কাঠগোলা চত্বরে লেঃ কর্নেল (অবঃ) এইচ,এম,এ গফ্ফার (বীর উত্তম) স্মৃতি স্মরণে অনুষ্ঠিত কেরামবোর্ড খেলার শুভ উদ্বোধন করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম। বিশিষ্ট কাঠ ব্যবসায়ী গাজী শফিউল্লাহের সভাপতিত্বে উদ্বোধনী সভায় এসএম জাহাঙ্গীর আলম বলেন, মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে মানসিক চাপ কমে, আত্মবিশ্বাস বাড়ে এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত হয়।’ তিনি আরও বলেন, ‘কর্নেল গফ্ফার ডুমুরিয়ার গর্ব। তিনি মুক্তিযুদ্ধে সাহসী ভ্থমিকার জন্য বীর উত্তম খেতাবে ভ্থষিত হন। কাঠগোলা ব্যবসায়ীরা এমন একজন মহান ব্যক্তির স্মরণে কেরামবোর্ড টুর্নামেন্টের আয়োজন করায় তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।’ এসময়ে বক্তৃতা করেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সরদার মাসুদ রানা নান্টু, ইউপি সদস্য খান হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান, চাল ব্যবসায়ী আতিয়ার রহমান বিশ্বাস, সাংবাদিক আশরাফুল আলম, খান মহিদুল ইসলাম, খান আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল, জিন্নাত মোড়ল, শেখ আমজাদ হোসেন, কাঠ ব্যবসায়ী আবুল হোসেন, খান ইবাদুল ইসলাম, বিল্লাল সরদার প্রমুখ।