ডিমলায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পাঁচ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
- আপডেট সময় : ১০:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে
ডিমলায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা।
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পাঁচ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।৮সেপ্টেম্বর(রবিবার)দুপুরে কলেজ ক্যাম্পাজ হল রুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদায়ী সংবর্ধিত শিক্ষকরা হলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, সাবেক প্রভাষক আশরাফ সিদ্দিকী, সাবেক প্রভাষক মজনু,সাবেক শরীরচর্চা প্রশিক্ষক গোলাম ফারুক খাঁন,সাবেক সভাপতি রেজাউল হক।শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে শারীরিক শিক্ষার শিক্ষক মোরশেদুল হক পুলকের সঞ্চালনায়, বক্তব্য রাখেন -জাহাঙ্গীর আলম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আনছার আলী প্রভাষক বিজ্ঞান বিভাগ, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক মোকছেদুল ইসলাম ও ছাত্র-ছাত্রীদের পক্ষে তুবা আক্তার বাণিজ্য বিভাগ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ প্রমুখ।বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, দীর্ঘ বছর জীবনী তারা একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্র ছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করছেন। তাদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক ছাত্র-ছাত্রী আজ প্রতিষ্ঠিত। তাদের শিক্ষা দক্ষতাকে সবাই আজীবন স্মরণ করবে।এ সময় উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক -শিক্ষিকা,সাংবাদিক ও অত্র কলেজের কর্মচারীগন।বিদায়ী শেষে শিক্ষককে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী শেষে অতিথিদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।