রৌমারীতে বিদ্যুৎ ভোগান্তি বিক্ষোভ
রৌমারী উপজেলায় “চর শৌলমারী “পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
- আপডেট সময় : ০৩:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
রৌমারী উপজেলায় “চর শৌলমারী “পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও।
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের এলাকা বাসী সোমবার বিকেল ৫ টার সময় লোডশেডিংয়ের প্রতিবাদে “চর শৌলমারী” ছাত্র সমাজ সহ পুরো ইউনিয়নের লোকজন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় নামাজের চর সাব জোনাল অফিস পল্লী বিদ্যুৎ এরিয়া কোড: ৫০৫০৫ চর শৌলমারী সাব অফিস ঘেরাও করেন।
তারা এক সাপ্তার আল্টিমেটাম দেয়। অতিদ্রুত, বিদ্যুৎ সিন্ডিকেট সমাধান করতে হবে। বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা জানান,অত্রাঞ্চল জুড়ে চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। বিশেষ করে, চর শৌলমারী সহ আশপাশের এলাকায় সারাদিনে নামে মাত্র বিদ্যুৎ থাকে। তাছাড়া আমাদের এলাকায় বড় ধরনের কোন কলকারখানা নাই যে এখানে বিদ্যুৎ দিলে সংকটে পড়তে হবে। সারাদিন বিদ্যুৎ ঠিকমতো থাকে না,আবার রাত হলে যায় আসে। বিশেষ করে সন্ধ্যা হলেই বিদ্যুৎ থাকেনা ছেলেমেয়ে পড়তে বসলেই বিদ্যুৎতের কারণে তারা পড়তেও পারে না।ফলে বাধ্য হয়ে বিকেল বেলায় বিদ্যুৎ অফিস ঘেরাও করতে এখানে আসে এলাকা বাসী। আমরা বিদ্যুতের দুর ব্যবস্থা থেকে মুক্তি চাই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিল কেন মাসে মাসে দিতে হবে। মাসে মাসে বিদ্যুৎ বিল যদি দিতে হয় তাহলে এরকম বিদ্যুৎ দিয়ে লাভ কি আমাদের।
এদিকে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের সংবাদ পেয়ে কর্মরত অফিসার আল আমিন সবাই কে বুঝানোর চেষ্টা করেন,পরে অফিসের উর্ধ্বতন কর্মকর্তা না থাকায় তাকে ফোন করে ঘটনা স্থানে আসার অনুরোদ করা হয়।পরে, অফিসার এসে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন। তিনি জানান,অতিদ্রুত জামালপুর পল্লী বিদ্যুতের ডিজিএমের সাথে কথা বলে, এ পরিস্থিতি সমাধান করবেন। এ জন্য কয়েকদিন সময় লাগবে বলে জানান কর্তৃপক্ষ।