ডিমলার ঝুনাগাছচাপানীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় সভা
- আপডেট সময় : ০২:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
ডিমলার ঝুনাগাছচাপানীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃমশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি নেতারা। ২৫সেপ্টেম্বর(বুধবার)বিকেলে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও প্রভাষক আলমগীর বাদশার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধঢ়ক্ষ মনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এসময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক বাবু সুনীল কুমার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বাবু বমমালী রায়,সহকারী শিক্ষক প্রশান্ত কুমার রায়,অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বাবু মধু সদন রায়,অবসরপ্রাপ্ত শিক্ষক উৎপল কান্তি সিংহ,অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু জ্যোতিন্দ্র নাথ রায় প্রমূখ।
বিএনপি নেতারা বলেন, “৫ আগস্ট বিজয়ের পর একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতেছে। আমরা চাই আমাদের দেশের ভিন্ন ধর্মের যারা রয়েছে তারা নিরাপদে থাকুক। বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু নেই। আমরা সবাই এক। আমাদের পরিচয় বাংলাদেশি। আপনাদের নিরাপত্তার জন্য বিএনপি ও তার সহযোগি সংগঠন কাজ করে যাচ্ছে। আমাদের নেতা তারেক রহমান আপনাদের নিরাপত্তার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা তা করে যাচ্ছি। আমরা সবাই এদেশে জন্মেছি। এদেশ আমাদের। সুতরাং আমরা এখানেই থাকবো।” তারা আরো বলেন, যদি কোন দলীয় কোন নেতা বা কর্মী আপনাদের কাছে চাঁদা চায় তাহলে আমাদের জানাবেন, আমরা পদক্ষেপ নিবো। আমরা তাদের ছাড় দিবো না। তাদের বিরুদ্ধে শান্তির ব্যবস্থা করা হবে। তারা আরো বলেন বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ডিমলার নেতাকর্মীদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকবে।
এসময় ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হিন্দু সম্প্রদায়ের অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করেন,৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী দল বিএনপি।