বন্যায় তলিয়ে গেছে শেরপুর ও ময়মনসিংহের ৩ শতাধিক গ্রাম,নিহত ( ৫)
- আপডেট সময় : ০৪:০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
বন্যায় তলিয়ে গেছে শেরপুর ও ময়মনসিংহের ৩ শতাধিক গ্রাম,নিহত ( ৫)
মাহমুদুল হাসান আপেলঃ-
গত দুই দিনের বৃষ্টিতে ময়মনসিংহ ও শেরপুর জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে নিমরাঞ্চলে পানি বেরেই চলেছে। নদী, খাল আর বন জঙ্গলে ঘেরা শেরপুর জেলার প্রায় প্রতিটি উপজেলা প্লাবিত হয়েছে। এতে বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। আশ্রয় কেন্দ্রে বাড়ছে অসহায় মানুষের ভীড়। ডুবে গেছে সীমান্তবর্তী প্রায় ৩০০ শতাধিক গ্রাম। দুর্গম পাহাড়ি এলাকায় নৌকা ছাড়া কোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। গত দুইদিনে বন্যার পানিতে ডুবে পাঁচ (৫)জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নালিতাবাড়ি উপজেলার ভাগবের বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা বেগম ও খলিশকুরা গ্রামের বৃদ্ধ ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার দুপুরে উপজেলার অভয়পুর গ্রামে পানির তরে নিখোঁজ হন দুই ভাই হাতেম আলী ও আলমগীর। শনিবার বিকেলে কুতুবা কুড়া গ্রামের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে তাদের পরিচয় জানা যায়নি। জেলা ও উপজেলা প্রশাসনের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্রসমাজ বন্যা কবলিত মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে তৎপর রয়েছে বলে জানা যায়।