নাগরপুরে মাসকলাই বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ১১:১৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
নাগরপুরে মাসকলাই বীজ ও সার বিতরণ
মোঃআব্দুল্লাহ খিজির,নাগরপুর,টাঙ্গাইল প্রতিনিধিঃ
২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকতার্ মো. ইমরান হুসাইন শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার (ভারঃ) ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক।
আরো বক্তব্য রাখেন, সহবতপুর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ মোল্লা. নাগরপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম, নাগরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহির ফয়সাল প্রমূখ। এসময় উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।